ভোলা জেলার গর্জন-মোঃ মহিউদ্দিন

ভোলা জেলার গর্জন
মোঃ মহিউদ্দিন
ভোলার মাটি সোনার খনি,
নদীর বুকে দীপ্ত হিরে,
গ্যাসের আঁচে জ্বলছে আগুন,
স্বপ্ন রচে ভোরের তীরে।
পলি মাটি, মাছের ভাণ্ডার,
ফসল ফলে মুগ্ধ করে,
এই দ্বীপ যেন রত্নভাণ্ডার,
প্রকৃতির যত দান ধরে।
জালের ফাঁকে রুপালি ইলিশ,
কৃষকের ঘামে ধান গড়ে,
ভোলার মানুষ গড়ে পণ্য,
দেশ-বিদেশে তা যায় চড়ে।
তবু কেন আজো আমরা,
অবহেলার পাতায় নাম?
সরকারি চোখে শুধুই গ্যাস,
মানুষ কই? কে রাখে দাম ?
না আছে এক মেডিকেল কলেজ,
না আছে পথ—সেতু সঠিক,
রোগে কাতর শত জনপদ,
বাঁচার আশায় কাঁদে হৃদ।
রক্ত ঝরে অ্যাম্বুলেন্সে,
নৌকায় করে তীরে যাওয়া,
ভোলার গর্ভে জন্ম নিয়ে,
যেন ভাগ্যই পেছনে চাওয়া।
জীবন চলে কষ্ট কাঁধে,
শিশুর কান্নায় নদী কাঁদে,
বৃদ্ধ মা’রও আর্তনাদে,
সময় থামে নিরব বাঁধে।
তবু গ্যাস যায় গাড়ী বেয়ে,
উজ্জ্বল শহরে আলো হয়ে ,
ভোলার ঘরে অন্ধকার,
নিভে যায় সেই দীপ্তি-ময়।
আজকে তাই আমরা জাগি,
লড়বো সবাই বুকটা চিত,
না দিয়ে সেতু, না দিলে চিকিৎসা
—গ্যাস যাবে না এক ঘনফিট।
এই যে দাবি জীবন ঘিরে,
এ তো শুধু অধিকার,
আমরা বাঁচতে চাই সম্মানে,
আমাদের রোধে ক্ষমতাকার ।
আমরা বলি, গ্যাস যদি চাও
—তবে আগে করো কাজ,
ভোলার বুকে মেডিকেল গড়ো,
সম অধিকার চায় জেলার সমাজ।।
সেতু গড়ো নদীর বুকে,
শহর হোক সহজ পন্থা,
এ দ্বীপ যেন বিচ্ছিন্ন নয়,
হোক সমান মর্যাদা-গাথা।
ভোলার মানুষ বুকের রক্ত,
দিয়ে দিবে দেশকে সব
আর নয়, অবহেলা,
শুরু হয়েছে দাবি আদায়ে
উচ্চ স্বরে কথা বলা।
প্রতিবাদে আজকে জাগে,
শত জনপদের
একটাই গান—
“ভোলা চাই উন্নয়ন,
চাই মেডিকেল কলেজ, চাই আলো,
চাই ঘরে ঘরে গ্যাস , চাই সম্মান।”