বোরহানউদ্দিনে এতিম,অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের নিয়ে সাচড়ায় বিএনপির গণ ইফতার

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিত ও বিএনপির সকল সহযোগী সংগঠনএর জন্য গণ ইফতারের আয়োজন করেছে সাচড়া ইউনিয়ন বিএনপি।
১৬ মার্চ রোববার সাচড়া ইউনিয়ন দরুন বাজার স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম।
সাচড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব রেজা ও সাধারণ সম্পাদক ফরিদ জিয়া সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সহ সভাপতি শহিদুল আলম নাসিম কাজী ও ফিরোজ কাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান,পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান হৃদয়, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমএইচ টিপু পন্ডিত, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহার চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মোল্লা, সদস্য সচিব আসাদুজ্জামান অভি,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও মাসুদ রানা গনি, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন মেনা, সদস্য সচিব শাহরিয়ার সোহাগ, শ্রমিক দলের আহ্বায়ক কবির খা, ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমীন,সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
দরুন বাজার স্কুল মাঠে এ গন-ইফতার কর্মসূচির আয়োজন করে আসরের নামাজের পর থেকে রোজাদাররা স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেছে। এ গণ-ইফতার পরিণত হয়েছে রোজাদারদের মিলনমেলায়। সব শ্রেণি-পেশার মানুষ ও অংশগ্রহণে উৎসবে পরিণত হয় এ গণ-ইফতার।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, আমরা সাচড়া বাসির কাছে ৫ তারিখের আগের বিএনপি চাই, লুটপাট, চাঁদাবাজি এমন কোন দূর্নাম এটি বিএনপি গ্রহন করবে না এবং কোন ছাড়াও দিবে না।
আপনারা বিএনপির জন্য সাধারণ মানুষের কাছে যান,তাদের জন্য কাজ করে যান, সহযোগিতা লাগলে আমরা করবো।
বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের হাতকে শক্তিশালী করবেন। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য দল এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের জনবান্ধব কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে সক্রিয় হয়ে থাকতে হবে। কথায় কাজে জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনের করতে হবে। একইসঙ্গে দলীয় নীতি, আদর্শ, কর্মসূচি বাস্তবায়নে অবহেলা এবং দুর্নীতি-অনাচারসহ গণবিরোধী সব কর্মকাণ্ড ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বিরত থাকতে হবে।