আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৫ ইং, ২৬শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে সমাজ সেবা কার্যালয়ের অনুদানের ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত চেক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান। সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মঞ্জুর এ এলাহী মোঃ আল-আমীন
এ সময় (শ্রেণী ভিত্তিক) ২৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ আল-আমীন, মোঃ ছাইয়েদুজ্জামান বাবু , সুজয় চন্দ্র মজুমদার ,মোঃ আরফান সিকদার, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি অন্তর হাওলাদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক সোহেল, এইচএ শরীফ ও আকাশ সহ সমাজসেবা কার্যালয় অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন