ঝালকাঠির কাঠালিয়ায় মেধাবীদের শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া উপজেলা প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় সামাজিক সংগঠন আগামীর স্বপ্ন নামের একটি সংঘটন মেধাবীদের শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধনা দেয়া হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় ৯৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ টি প্রাথমিক বিদালয়ের ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ দেয়া হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোঃ নাজমুছ সালেহ মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান আকন, ঝালকাঠি সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম মোঃ হাছিব ভুট্রো,, মোঃ শফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান বাদল।