নলছিটিতে সাবেক বিএনপির সভাপতি নূরুল আলম গিয়াস মাঝির কুলখানি ও দোয়া অনুষ্ঠিত

কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল আলম গিয়াস মাঝির মৃত্যুতে কুলখানি, দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি জিবা আমিনা আল গাজী, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আনিচুর রহমান হেলাল খান, সাধারণ সম্পাদক সেলিম গাজী, বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, কামাল মাঝি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক। উল্লেখ্য বীরমুক্তিযোদ্ধা নূরুল আলম গিয়াস দীর্ঘদিন যাবত নানান রোগে আক্রান্ত হয়ে গত (২৮ নভেম্বর) সকালে বরিশালের বাসায় ইন্তেকাল করেন।