বোরহানউদ্দিনে খাবারের সাথে নেশা দিয়ে অচেতন করে ২ লক্ষ টাকা চুরি, অসুস্থ্য ৫ জন

এম এ অন্তর হাওলাদারঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়ন দক্ষিন বাটামারা গ্রাম (০৮ নংওয়ার্ড) জমাদার বাড়িতে তরকারির সাথে অচেতন নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়াইয়া হাতেম আলীর ঘর চুরি। ০২ বছরের শিশু সহ অসুস্থ্য ০৫ জন। সংঘবদ্ধ চোরদল ঘরের সিট কেটে নগদ টাকা ও মালামাল সহ প্রায় ২ লক্ষ টাকা নিয়ে যায়। ৩ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাত্রে এই চুরির ঘটনা ঘটেছে বলে অসুস্থ্য হাতেম আলী জানান।
তরকারির সাথে নেশা ভাত খেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন আঃ হক ছেলে মোঃ হাতেম(৩৫),মোঃ হাতেম ছেলে মোঃ নাইম(১৫),শিশু পুত্র বায়েজিদ(০২),মৃত বদিয়া জমাদার ছেলে আঃ হক(৭০),আঃ হক স্ত্রী হাজেরা বেগম(৬০)। এদের মধ্যে গুরুতর অসুস্থ্য শিশু সহ ৩ জন বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি আছেন আর ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। এই ঘটনায় বড়মানিকা (৮ নং ওয়ার্ড) ইউপি সদস্য মোঃ রবিউল আলম বলেন, আমি ৪ দিন ঢাকায় ছিলাম আজকে আসছি ঘটনাটির জন্য আমি দুঃখ প্রকাশ করছি। উক্ত চুরি হওয়া ঘটনা সুস্থ তদন্তের মাধ্যমে ভুক্ত ভোগী পরিবার সঠিক বিচার পায় তার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এই ঘটনায় বোরহানউদ্দিন হকার্স সমিতির সাধারণ মোঃ মামুন বলেন, চুরি হওয়া ঘটনার যেন সুষ্ঠ বিচার পায় তার জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানাচ্ছি।