আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

হজ পালন করতে গিয়ে ঝালকাঠির ব্যবসায়ীর মৃত্যু

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধি: পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় নগরীতে ঝালকাঠির এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাবুল শরিফের ছোট ভাই কবির শরিফ বলেন, গত ১১ জুন পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ সৌদি আরবে দাফন করা হবে।
মক্কায় মারা যাওয়া ওই ব্যবসায়ীর নাম বাবুল শরিফ (৬০)। তিনি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার মৃত আব্দুল বারেক শরীফের ছেলে। তিনি বরিশালের সুগন্ধা হোটেলের মালিক।

ফেসবুকে লাইক দিন