১৭মার্চ বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উপলক্ষে বামনায় শোভাযাত্রা ও আলোচনা সভা
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় বরগুনার বামনা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ১১০ বরগুনা-২ আসনের জাতীয় সংসদ সদস্যের পক্ষে, বামনা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বামনা থানা পুলিশ, বামনা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন। এর পরে উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ তারেক হাসান, বামনা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ আব্দুস সালাম মোল্লা, বামনা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।