আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

সন্ত্রাস ও উগ্রবাদ নিরসনে বোরহানউদ্দিনে ইসলামিক ফাউণ্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা

আরিফ পণ্ডিত (বোরহানউদ্দিন) : ভোলার বোরহানউদ্দিন উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক সন্ত্রাস, উগ্রবাদ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্ত নির্মুল এবং দূর্নীতি নিরসনে করনীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।
২৪ ফেব্রুয়ারী ২০২৪ খ্রি. রোজ শনিবার বোরহানউদ্দিন মডেল মসজিদের মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন বোরহানউদ্দিন ফিল্ড সুপারভাইজার আবু মুসার সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মো: শাহীন ফকির বলেন, পুলিশের পাশাপাশি মসজিদের ইমামদের সচেতন হতে হবে। ইমামরা জুমার খুতবায় রমজানের ফজীলতের পাশাপাশি যদি সমাজে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসনের বিষয়ে জনসচেতনতা তৈরিতে বয়ান করতে হবে তাহলে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করতে সহজ হয়ে যাবে।
এসময় আবু মুসা বলেন, ইসলাম কখনোই উগ্রবাদকে সমর্থন করে না। এ দেশের সাড়ে ৩ লাখ মসজিদে যে ইমাম রয়েছেন তারাই আমাদের বড় শক্তি। আলেমরা হলো এ দেশের বাতিঘর। দেশের অভ্যন্তরে কতিপয় গোষ্ঠী ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারকে রুখে দিতে দেশের আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
প্রধান অতিথি মো: বাবুল আখতার বলেন, আপনার ইমাম আপনারা আমাদের সমাজের দর্পন, আপনারা সাধারণ মানুষকে ভালো ভাবে বুঝাইতে পারেন, আপনাদের স্বদিচ্ছা পারে এই সমাজকে পরিবর্তন করতে। সমাজের একটা প্রচলিত কথা রয়েছে “মুয়াজ্জিন সকলেই হতে পারবে তবে ইমাম হয় আল্লাহ ইচ্ছায়” আর আপনার সেই ইমাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি মো: বাবুল আখতার, অতিঃ পুলিশ সুপার, লালমোহন সার্কেল, ভোলা। মাওলানা মিজানুর রহমান, খতিব বোরহানউদ্দিন বাজার জামে মসজিদ। এসটি আক্তার হোসেন সাকিল, সিনিয়র সহ সাধারণ সম্পাদক, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব। আরো উপস্থিত ছিলেন,সহজ কুরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকবৃন্দ।

ফেসবুকে লাইক দিন