আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলার দৌলতখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

এম এ তাহের (দৌলতখান প্রতিনিধি): ভোলা-২ (দৌলতখান- বোরহানউদ্দিন) এর দৌলতখানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন চলছে।
আজ(৭ জানুয়ারি) রবিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রচন্ড শীত ও ঘন কুয়াশার কারণে কেন্দ্রগুলোতে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।এ উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।ভোটকেন্দ্রলোতে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। এদিকে সকাল ১০টায় দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন ভোলা -২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল।
এসম তিনি সাংবাদিকদের জানান, একটি দল নির্বাচনে না এসে নির্বাচন বানচাল করার জন্য নাশকতা করছে জনগণ তাদের ষড়যন্ত্রকে পদদলিত করে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্র এসে তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে চতুর্থবারের মত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে জয়ী করবেন।
তিনি আরো বলেন, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য বিগত ১০ বছর যাবত যেভাবে কাজ করেছি আজ তারা নির্বাচনী ব্যালটের মাধ্যমে তারা আমাকে তার প্রতিদান দিবে বলে আমি মনে করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে তাকেই জয়ী করবেন।
৯টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা কি গঠিত এ উপজেলার ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ২৭৬ জন এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৯ শত ৪০জন এবং মহিলা ভোটার ৭৩ হাজার ৩ শত ৩৬ জন।এই উপজেলার ৫৬ টি কেন্দ্রে বুথ সংখ্যা ৩৬৭ টি।

ফেসবুকে লাইক দিন