বিজয় দিবস উপলক্ষে বাংলাবাজার ফাতেমা খানম কলেজে র্যালী, প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা
বিপ্লব মন্ডলঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাংলাবাজার ফাতেমা খানম কলেজে বিজয় র্যালী, প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীর মধ্যে দিয়ে দিনের অনুষ্ঠান শুরু হয়। এরপর আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টেের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে অংশগ্রহন করে কলেজের ডিগ্রি প্রথম বর্ষ ও ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে গোল শূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ডিগ্রি প্রথম বর্ষ গোল করে এগিয়ে যায়। খেলার একদম শেষ মুহূর্তে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ গোল করে সমতা নিয়ে আসে। নির্দিষ্ট সময় শেষে ১-১ গোলে ম্যাচ ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ডিগ্রি প্রথম বর্ষ জয় লাভ করে। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতড়ন করা হয়। আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল। এছাড়ও বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য জনাব মোঃ কামাল হোসেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ জনাব হারুন-অর-রশিদ বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।