আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলা সদর মডেল থানায় ওসি মোঃ মনির হোসেনের যোগদান

জেলা প্রতিনিধি: ভোলা সদর মডেল থানায় নবাগত ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া যোগদান করেছেন।
রবিবার ১০ ডিসেম্বর ভোলার বোরহানউদ্দিন থানা থেকে তিনি ভোলা সদর মডেল থানায় যোগদান করেন। ২০১৭ সালে পরিদর্শক(তদন্ত) হিসেবে তিনি ভোলা সদর মডেল থানায় যোগদান করেন। ২০১৭-২০২০ সাল পর্যন্ত তিনি সুনামের সহিত ভোলা সদর মডেল থানায় দায়িত্ব পালন করার পর ২০২০ সালে চরফ্যাশন থানার ওসি হিসেবে যোগদান করেন। এরপর থেকে চরফ্যাশন থানায় দীর্ঘদিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন এই কর্মকতা। গত ১ লা সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ভোলার চরফ্যাশন থানায় কর্মরত ছিলেন ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ওসি হিসেবে বোরহানউদ্দিন থানায় যোগদান করেন তিনি এবং গত ৭ ডিসেম্বর ২০২৩ বোরহানউদ্দিন থানা থেকে ভোলা সদর মডেল থানায় আবারো ওসি হিসেবে যোগদানের জন্য বদলীর আদেশ পেয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান বিপিএম,পিপিএম ও ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে ১০ ডিসেম্বর রবিবার ওসি হিসেবে ভোলা সদর মডেল থানায় যোগদান করেন মোহাম্মদ মনির হোসেন মিয়া।
মোহাম্মদ মনির হোসেন মিয়া বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দাড়িয়াল ইউনিয়নের সাবেক মরহুম প্রধান শিক্ষক আবদুস সামাদ মিয়ার কনিষ্ঠ সন্তান।যোগদানের পরপরই আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।এছাড়া যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মোহাম্মদ মনির হোসেন মিয়া মাদক ও চোরাকারবারিদের উদ্দেশ্যে বলেন,বিগত সময় কি হয়েছে তা জানতে চাইনা এখন থেকে মাদক, ইভটিজিং ও আইন পরিপন্থী কাজ কঠোর হস্তে দমন করা হবে।
তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উদ্দেশ্য বলেন,হয় মাদক ছাড়,না হয় ভোলা ছাড়।এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে হুঁশিয়ারি দেন এই কর্মকতা।
এদিকে যোগদানের পরপরই ভোলা সদর মডেল থানাকে দালাল মুক্ত ঘোষনা দিয়ে জনগণের কাছে সরাসরি সেবা প্রদানের আশ্বাস দিয়েছেন এই কর্মকতা।
উল্লেখ্য যে ভোলার বিভিন্ন থানায় কর্মরত থাকা অবস্থায় জেলা পর্যায়ে একাধিক বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন এই মোহাম্মদ মনির হোসেন মিয়া,হাজার হাজার মানবিক কাজ করে জনগনের কাছ থেকে মানবিক পুলিশ হিসেবে উপাধি ও লাভ করেছেন তিনি।

ফেসবুকে লাইক দিন