আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী আমু কে নির্বাচন কমিশনে তলব।

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি) ঝালকাঠি ২ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুখপাত্র, শিল্প মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি আমীর হোসেন আমু গত ৮ ডিসেম্বর পাক-হানাদার মুক্ত দিবসে নলছিটি উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন এবং নৌকার পক্ষে ভোট চান তারই পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন কমিশন তাকে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ এনে তাকে কারন দর্শনোর জন্য নোটিশ দেন। নোটিশে লেখা বিষয় বস্তু নিম্নরুপ।
মহোদয়,
উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, “ঝালকাঠি জেলা পাকহানাদার মুক্ত দিবস’ উদযাপন উপলক্ষে উক্ত জেলাধীন নলছিটি উপজেলা পরিষদ হলরুমে ০৮ ডিসেম্বর ২০২৩ সকাল ১১.০০ ঘটিকায় এবং ঝালকাঠি পৌরসভাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল ৩.৩০ ঘটিকায় নির্ধারিত সভায় আপনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার জন্য জনাব এফ এম. মাহমুদ (কিরন), শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব স্বাক্ষরিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে একটি ভ্রমনসূচি জারি করা হয়। উল্লিখিত ভ্রমনসূচির প্রেক্ষিতে জেলা প্রশাসক, ঝালকাঠি ও রিটার্নিং অফিসার আপনাকে জানিয়েছিলেন যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। অধিক সংখ্যক মানুষের উপস্থিতিতে আলোচনা সভা হলে তা জনসভায় পরিণত হতে পারে এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর লঙ্ঘন হতে পারে। আচরণ বিধি লঙ্ঘন না হলেও এ ধরণের জনসমাগম গনমাধ্যমের নিকট বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এতদসত্তেও আপনি উক্ত জনসভায় বক্তৃতা দিয়েছেন এবং আপনার পক্ষে ভোট চেয়েছেন, যার ভিডিও এবং স্থিরচিত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। উল্লিখিত কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আস্তরণ বিধিমালা, ২০০৬’ এর পরিপন্থী। আচরণ বিধিমালার বর্ণিত বিধান লংঘনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুষেদ ৯১৪ অনুযায়ী প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।
০২। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনাকে ইতঃপূর্বে অবহিত করা সত্বেও ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের তিন সপ্তাহের পূর্বে নির্বাচনি প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থী কার্যক্রমের জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল করা হবেনা, সে বিষয়ে নির্বাচন কমিশনে (কক্ষ নং-৩১৪, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা) ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্বান্ত প্রদান করেছেন।
০৩। বর্ণিতাবস্থায়, মাননীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আপনাকে উল্লিখিত স্থান, তারিখ ও সময়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বর্ণিত বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আজ ৯ ডিসেম্বর উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে লাইক দিন