আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৫ ইং, ২৬শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠি সহ সারাদেশে ভূমিকম্প সংঘটিত

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): আজ সকালে ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
শনিবার সকাল ৯টা ৩৭ মিনিটে ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে দেশ তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
ধারণা করার হচ্ছে উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা থেকে প্রায় ৫৯-৬০ মাইল দূরে।
তবে ঢাকা শহর সহ,চট্টগ্রাম ময়মনসিংহ, গোপালগঞ্জ লালমনিরহাটে বেশি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে গত ২ অক্টোবর২০২৩ইং সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভূটান এবং চীনেও অনুভূত হয়েছে এর ঐ ভূমি কম্পনটি ।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস মতে জানিয়েছে য়ে- ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের গোয়ালপাড়ায়।
এছাড়া পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও পার্শ্ববর্তীসহ এলাকাগুলো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইল জেলায় ।
এ বছরে এই পর্যন্ত ১১টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে দেশে। এতে জানমালের তেমন ক্ষতি হয় নি। হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ফেসবুকে লাইক দিন