আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ ইং, ২৪শে রজব, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বিএনপি’র নির্যাতনের কথা এদেশের মানুষ ভুলে যায়নি, দৌলতখানে এমপি মুকুল

নাজমুল হাসান রাসেল: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বলেছেন, বিএনপি’র অত্যাচার- নির্যাতনের কথা এদেশের মানুষ ভুলে যায়নি।২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে আওয়ামীলীগের অসংখ্য নেতা-কর্মীদের বাড়িছাড়া করেছে। নির্যাতন করে অনেককে পঙ্গু করে দিয়েছে। এখন তারা( বিএনপি) ষড়যন্ত্র করছে। শনিবার(২১ অক্টোবর) দুপুর ১২ টায় দৌলতখানের চরখলিফা ইউনিয়নের খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত এক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এমপি মুকুল বলেন, সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে দেশের মানুষ সমুচিত জবাব দেবে। ইউপি চেয়ারম্যান সামীম হোসেন অমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান বক্তব্য রাখেন। উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মহিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন মৃধা ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন