আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৫ ইং, ২৬শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলার ভেলুমিয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে বেধড়ক মারধর

নিউজ ডেস্ক: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে যৌতুকের জন্য স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ করেন আছিয়া। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিবি আছিয়া ও তার সন্তান তাসফিয়া বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিবি আছিয়া (২১) জানান, ইতোপূর্বেও কয়েক দফায় টাকার জন্য তার উপর শারীরিক নির্যাতন করেন স্বামী মোহাম্মদ রাশেদ (৩০), দেবর মোহাম্মদ রাকিব (১৮), কালিমুল্ল্যাহ (৫৫) অসুস্থ আছিয়ার  জানান, স্বামী মোঃ রাশেদ সিএনজি ক্রয়ের জন্য নগদ ৫ লাখ টাকা দাবী করে স্ত্রী’কে মারধর করে এবং শিশু কন্যা তাসফিয়াকেসহ বাড়ি থেকে বের করে দেন।

ভোলা সদর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক জানান, আছিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ও পিঠে জখমের দাগ রয়েছে। অভিযুক্ত স্বামী রাশেদ মুঠোফোনে জানান, আমি রাগের মাথায় চর থাপ্পর দিয়েছি কিন্তু কেন শ্বাস নিতে পারছে না, কেন অসুস্থ হয়ে পড়েছে এ ব্যাপারে আমি কিছু জানি না। উল্লেখ বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার আইন গত বিচার দাবী জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন