ভোলার চরফ্যাশনে গণসংযোগে সন্ত্রাসী হামলা আহত- ১৫
নিউজ ডেস্ক: সোমবার ২৪ এপ্রিল ভোলার চরফ্যাশন চেয়ারম্যান বাজারে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশিত প্রার্থী সাবেক সচিব,অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা উপদেষ্টা জনাব মেজবাহ উদ্দিনের গণসংযোগে সন্ত্রাসী হামলায় ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিযন্ত্রন করে।
থানা পুলিশ ও স্থানীয়সুত্র এবং আহতরা জানান, ভোলার চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান বাজারে সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সম্ভব্য মনোনয়ন প্রত্যাশিত প্রার্থী সাবেক সচিব মেজবাহ উদ্দিন গণসংযোগ করতে যায়। গণসংযোগকালে চরফ্যাশন থেকে আগত মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা এলোপাথারী ভাবে পিটিয়ে মেজবাহ উদ্দিন সমর্থিত অন্তত ১৫জনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবিষয় সাবেক সচিব মেজবাহ উদ্দিন বলেন, আমি আমার সমর্থকদের নিয়ে চেয়ারম্যান বাজারে গণসংযোগ করছিলাম এসময় হঠাত করে পিছন থেকে চরফ্যাশন থেকে আগত মটরসাইকেল বহর নিয়ে সন্ত্রাসীরা এসে অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা প্রতিরোধ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এঘটনায় আমাদের অন্তত ১৫ জন কর্মী সমর্থকরা আহত হয়েছে। চরফ্যাশন থানার ওসি মোঃ মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,আমরা খবর পেয়ে দ্রুতসময়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সাথেই যেন পুরো চরফ্যাশন উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এ ঘটনায় দক্ষিন আইচা প্রেস ক্লাবের সভাপতি আদিত্য জাহিদ ও সাধারন সম্পাদক সেলিম রানার আহত হন।