ভোলায় জননেতা এমপি মুকুলের আগমন, আজ মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট কার্ড বিতরন!!
আশরাফুল আলম!!
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ওই স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ বোরহানউদ্দিন উপজেলায় হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট কার্ড বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার এবং বোরহানউদ্দিন পৌরমেয়র মোঃ রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে এমপি আলী আজম মুকুল মহান স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বক্তব্য শুভ সূচনা করেন। সাথে সাথে বীর মুক্তিযোদ্ধাদের বঙ্গবন্ধুর আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান করেন।।