আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় হতদরিদ্র পরিবারের মাঝে পুনাক সভানেত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

 

অনলাইন ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভোলা এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জনাব নুরজাহান ইসলাম, পুনাক সভানেত্রী, ভোলা ও সহধর্র্মিনী পুলিশ সুপার, ভোলা।

আজ শনিবার (০৯ জুলাই) ভোলা সদর থানাধীন ভেদুরিয়া ৬নং ওয়ার্ডস্থ রানু বেগম (৪৫), স্বামীঃ মৃত ইউসুফ এর বাড়িতে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হন ভোলা জেলার পুনাক সভানেত্রী।অন্য ০৯ থানার ০৯ হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে পুনাক ভোলা এর পক্ষ থেকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য “মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না”-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের উদ্যোগে মুজিব শতবর্ষের উপহার হিসেবে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রত্যেক থানায় একটি করে গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে গৃহ নির্মাণ করে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ভোলা জেলার ১০ থানায় ১০ টি গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে ১০ টি গৃহ নির্মাণ পূর্বক হস্তান্তর করা হয়।পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভোলা এর উদ্যোগে এ সকল পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জনাব নাজনীন তৃষা, সহ সভানেত্রী, পুনাক ভোলা সহ পুনাকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন