ভোলায় ৭০ (সত্তর) পিস ইয়াবা ও ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা সহ আটক ০৩
অনলাইন ডেস্ক :
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে দু’টি পৃথক অভিযানে দক্ষিণ আইচা থানাধীন ১৫নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন হইতে ৭০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি ও শশীভূষণ থানাধীন চরকলমী ইউনিয়ন হইতে ৫০০গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারি সহ মোট তিন জনকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ। অদ্য ১৭-০৬-২০২২ তারিখ ১৮.১০ ঘটিকায় সময় এসআই (নিঃ)/মোঃ আবুল হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া দক্ষিন আইচা থানাধীন ১৫নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কাদের ময়িার ব্রীজের দক্ষিন পাড়ে ঢালে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ০১। মোঃ সানু আকন (৪৪), সাং-নাংলাপাতা ০১নং ওর্ড, চরকলমী ইউনিয়ন, থানা শশীভূষণ, ০২। মোঃ বশির (৩২), সাং-উত্তর চরকলা ০১নং ওয়ার্ড, ১৫ নং অধ্যক্ষ নজরুল ইসলাম ইউপি, থানা-দক্ষিণ আইচা, জেলা-ভোলাদ্বয়কে ৭০ (সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। অদ্য ১৭-০৬-২০২২ তারিখ ১৯.৩০ ঘটিকায় সময় এসআই (নিঃ)/মোঃ আবুল হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া শশীভূষণ থানাধীন চরকলমী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ রসন আলী বয়াতী বাড়ীর দরজায় জামে মমিজিদ পাশে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ ফকরুল ইসলাম (২৮), সাং- চরআর কলমী, ০৪নং ওয়ার্ডস্থ, নজরুল নগর ইউপি, থানা-দক্ষিন আইচা, জেলা-ভোলাকে ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন।
মাদক সহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।