৩৪ ঘণ্টা পর হাওরে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক :
কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে ট্রলার থেকে
পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের (২৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৬ জুন) ভোর ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের পাশে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মো. হাবিবুল্লাহ হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলা মারিয়া গ্রামের হাজী ইদ্রিস আলীর ছেলে ও মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।