জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালী
অনলাইন ডেস্ক:
আজ বুধবার (১৫ জুন) জেলা পরিসংখ্যান অফিস ভোলার আয়োজনে ১৫-২১ জুন জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর শুভ উদ্বোধন করেন জনাব তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা ও জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা পরিসংখ্যান অফিসের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।