ভোলায় পরিবেশ বাঁচাতে লড়ছে তরুনরা
কলেজ প্রতিবেদক:
পরিবেশ বাঁচলে, বাঁচবে দেশ এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার ১২ জুন ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে ভোলার তরুণদের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ভোলা জেলার ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)। এসময় ইয়ুথ’স অরগান ভোলা জেলার সাধারণ সম্পাদক মোঃ কাজী এহসানুল হক জিহাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন ভোলা জেলার সহ-সভাপতি এবং ইয়ুথ’স অরগান এর সাংগঠনিক সম্পাদক মোঃ ওমায়ের অভি, ইয়ুথ’স অরগান এর সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস তাজিন, এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন ভোলার প্রজেক্ট প্লানিং সেক্রেটারি নুর ফাতেমা সহ আরো অনেকে। এসময় আয়োজকরা সকলকে বৃক্ষরোপণের জন্য আহবান জানান এবং পরিবেশ রক্ষায় সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।