আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

উত্তাল ভোলা সরকারি কলেজ, মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

মেসকাত আহাম্মেদ (ভোলা কলেজে প্রতিনিধি)

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের দুই বিজেপি নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীরা। রবিবার (১২ জুন) বেলা ১১টায় ভোলা কলেজের গোল চত্বর থেকে সাধারণ শিক্ষার্থী ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে কলেজ শহীদ মিনারের সামনে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা, মিছিলে ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার’, ‘ভারতীয় পণ্য, বয়কট, বয়কট’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘নূপুর শর্মার বিচার চাই’-” সহ শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, যেকোনো ধর্মের মনিষী বা নেতারা শ্রদ্ধার পাত্র। তাদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার বিচারের দাবি করছি। বাংলাদেশ থেকে সরকারিভাবে নিন্দা জানানোর দাবি জানিয়ে তারা আরও বলেন, জাতীয় সংসদে যেন তাদের বিরুদ্ধে নিন্দা জানানো হয়। একইসঙ্গে ভারত সরকারকেও এই ঘটনায় ক্ষমা চাইতে হবে এবং একই সাথে ভারতীয় পণ্য বয়কটেরও আহ্বান জানান ভোলা কলেজের সাধারণ শিক্ষর্থী বৃন্দ।

ফেসবুকে লাইক দিন