উয়েফা নেশনস লিগে অঘটনের শিকার ইংল্যান্ড
অনলাইন ডেস্ক :
উয়েফা নেশনস লিগে এবার অঘটনের শিকার হলো ইংল্যান্ড। ৬০ বছর পর এ লিগের গ্রুপ থ্রি এর ম্যাচে ইংলিশদের ১-০ গোলে হারানোর কীর্তি গড়েছে হাঙ্গেরি।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইংল্যান্ডকে আতিথ্য দেয় হাঙ্গেরি। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপুটে ছিলো হাঙ্গেরি। তবে সাফল্য আসে ৬৬ মিনিটে। স্পট কিক থেকে লাইপজিগে খেলা ফরোয়ার্ড ডমিনিক জোবোস্লাই ডেডলক ভাঙলে ১-০ গোলের জয় নিশ্চিত হয় হাঙ্গেরির।
যার ফলে ৬০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলো তারা। সবশেষ ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে হারায় হাঙ্গেরি।