বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ক্যাডেট ভোলা কলেজের সার্জেন্ট: মাহফুজ
কলেজ প্রতিবেদক:
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এ বিএনসিসি ক্যাডেট নির্বাচনে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হওয়ার পর এবার বরিশাল বিভাগের ১৬ টি প্লাটুনকে পেছনে ফেলে বিভাগীয় পার্যায়ে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হয়েছেন ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মো: মাহফুজুর রহমান। একই সাথে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লাড়াইয়ে সুযোগ পেয়েছেন এই মেধাবী ক্যাডেট। এ বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে কলেজ প্রতিবেদক’কে বলেন, ‘অবশ্যই এটি আমার কর্ম জীবনে বড় ধরনের প্রাপ্তি। ক্যাডেট হিসেবে আমার শ্রমের অর্জন হিসেবে আমি জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেয়েছি। তিনি আরও বলেন, যারা এই আর্জনে আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণীত করেছেন তাদের প্রতি রইল অনিঃশেষ কৃতজ্ঞতা। সার্জেন্ট মাহফুজের এই অর্জনে উচ্ছ্বসিত ভোলা সরকারি কলেজের সর্বস্তরের শিক্ষার্থী ও কলেজ বিএনসিসি প্লাটুনের সকল ক্যাডেট বৃন্দ। ভোলা সরকারি কলেজ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক বলেন, বিএনসিসি ক্যাডেট সার্জেন্ট মাহফুজের এই অর্জনের কথা শুনে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি মাহফুজের হাত ধরে ভোলা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌছবে।