আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী ভোলার মেয়ে ইফরাত ইশান

 

 

অনলাইন ডেস্ক :

শিক্ষা সপ্তাহ-২০২২ এর ভোলা জেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ইফরাত জাহান ইশান। সে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর দিবা শাখার একজন মেধাবী শিক্ষার্থী। গত ২৬ মে জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে ইফরাত জাহান ইশান শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনিত করেন। জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন।ইশান আর বাবার নাম মো: ইসমাইল হোসেন সিকদার। তিনি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। মা সালমা বেগম একজন গৃহিনী। ৫ ভাই বোনের মধ্যে তৃতীয় ইফরাত ইশান। ইশানা পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি  পেয়েছে। তার এই সাফল্যে বিদ্যালয়ে এবং পরিবারে আনন্দের বন্যা বইছে। এলাকায় ব্যাপক আলোচনা চলছে যোগ্য পিতার যোগ্য মেয়ে। ইশানা জানায়, এই নির্বাচনটি মূলত করা হয়েছিল বিগত বছরগুলোর স্কুলের  পরীক্ষার ফলাফল, স্কুলে উপস্থিতির শতকরা হার, বিভিন্ন ধরনের দক্ষতা যেমনঃ ক্রীড়া প্রতিযোগীতা, ছবি আঁকা, আবৃত্তি করা, রচনা লিখা, বিতর্ক করা, গান করা ইত্যাদি যাচাই ও এই সকল বিষয়ের অর্জন সমূহ উপস্থাপন, বার্ষিকীতে লেখার অভিজ্ঞতা, গার্ল গাইডের কর্মসূচিতে অংশগ্রহণ, নেতৃত্বদানের ক্ষমতা, সামাজিক সংগঠন ও কর্মকান্ডে অংশগ্রহণ, নৈতিক দৃঢ়তা এবং আইসিটি বিষয়ে দক্ষতা এই সকল বিষয়ের উপর ভিত্তি করে। মানুষের সেবা করতে চাই, মানুষের মনে জায়গা করে নিতে চাই। আর বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চাই।সহপাঠীদের কাছে সে খুব সহযোগী ও সহমর্মী। মেধাবী এ ছাত্রীর ভবিষ্যৎ প্রত্যাশা, বিদ্যালয়ের মানসম্মত ফলাফলসহ উচ্চ শিক্ষা লাভ করে দেশের সেবক হওয়া। ভবিষ্যতে সে একজন ভালো মনের মানুষ হিসেবে পরিচিতি পেতে চায় ইশানা। সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে সকলের নিকট দোয়া প্রার্থী। ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সালাউদ্দিন বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর ভোলা জেলার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ইফরাত জাহান ইশান। এতে আমরা অনেক খুশি এবং আনন্দিত। আগামীতেও এ ধারাবাহিতা রক্ষার্থে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের স্কুলে সুনাম রক্ষার জন্য ভালো ভাবে তৈরি করবো। জাতে তারা দেশ ও দশের সেবা করতে পারেন।ইশান আর বাবার নাম মো: ইসমাইল হোসেন সিকদার বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আমার মেয়ে এই ধরনের সম্মাননা পাওয়ায়। একজন পিতা হিসাবে এটা আমার জন্য বড় প্রাপ্তির। সবার কাছে আমার মেয়ে জন্য দোয়া কামনা করছি যেন সে বড় হয়ে দেশের সেবা করতে পারেন।

ফেসবুকে লাইক দিন