আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

তজুমোদ্দিনে সাবেক এমপি অবঃ মেজর জসিমের উপর হামলা

 

 

নিউজ ডেস্ক :

ভোলার তজুমদ্দিনে সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা মেজর অবঃ জসিম এর গাড়িবহরে বর্তমান সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন এর নির্দেশনা হামলার অভিযোগ উঠেছে।মেজর অবঃ জসিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলের মনোনয়ন প্রত্যাশী।রোববার (২৯ মে) দুপুরে তজুমদ্দিন থানার সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে গাড়ি ভাঙচুরসহ হামলার অভিযোগ করেন লালমোহন তজুমদ্দিন এর সাবেক সাংসদ মেজর অবঃ জসিম। হামলায় গাড়ির পেছনের ও সামনের কাচ ভেঙ্গে ফেলে।মেজর অবঃ জসিম ভোলা নিউজকে জানান,২৭ মে ২০২২ লালমোহনে আাসি।আজ রবিবার দুপুরে বৃষ্টির ভেতরে আমি ও আমার স্ত্রী তজুমদ্দিনে যাই। যোহর নামাজের সময় পথের পাশে এক মসজিদে নামাজ পড়ি। সেসময় একটি ছেলে আমার গাড়ির ছবি তোলে। আমরা তজুমদ্দিনে প্রবেশ পথে থানার গেট বরাবর পৌছি তখন ২০/২৫ জনের একটি দল আমাদের পথ রোধ করে দাড়ায়।

যার নেতৃত্বে ছিল ফজলু দেওয়ানের নাতি।এসময় তারা গালিগালাজের সাথে আমাদের গাড়িতে ইট দিয়ে আঘাত করে।পাশের কাঠের দোকান থেকে লম্বা কাঠের ফালি নিয়ে তেড়ে আসে। উপায়অন্তর না দেখে আমার পকেটের পিস্তল বের করলে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ড্রাইভারকে দিয়ে গাড়িটা থানার ভেতরে নিয়ে রাখে।তিনি আরো জানান,বর্তমান সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওনের নির্দেশনায় এ হামলা পূর্ব পরিকল্পিত।পুলিশের উপস্থিতিতেই গালিগালাজ করতে থাকে। পুলিশ সদস্যরা আমাদের থানার ভিতর নিয়ে আসলে তারাও থানার ভিতর প্রবেশ করে আমার গাড়ির পেছনের কাচ ভেঙ্গে ফেলে।থানার সিসি ক্যামেরা বলে দিবে কারা এই আক্রমনের সাথে জড়িত।হামলার ঘটনায় তজুমুদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন মেজর অবঃ জসিম।

ফেসবুকে লাইক দিন