আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলা সরকারি কলেজ ক্যাম্পাস এখন বাইক শোরুম

 

কলেজ প্রতিবেদক:

ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে যত্র-তত্র বাইকের চলাচলে ক্যাম্পাসের রাস্তা রেখে মাঠ দিয়ে হাটতে হচ্ছে শিক্ষার্থীদের। এমন কি কলেজের গেটগুলো থাকে বাইকের দখলে। স্বাচ্ছন্দ্যভাবে বের হতে বা প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। কয়েকজন শিক্ষার্থী কলেজ প্রতিবেদক’কে জানান, ” প্রায়-ই বাইকাররা কলেজ ক্যাম্পাসে জোরে বাইক চালিয়ে এসে হঠাৎ করে সামনে এসে ব্রেক করে। মাঝে-মাঝে আমারা অনেক ভয় পাই, এমনকি অনেক মেয়েরা তো ভয়ে চিৎকারও দেয়। এ বিষয়ে এক বাইকার কে ক্যাম্পাসে বাইক চালানোর কারণ জিজ্ঞেস করলে সে বলেন, “বাবার টাকায় ক্রয়কৃত বাইক, যেখানে ইচ্ছে সেখানে চালাবো! এ বিষয়ে ভোলা সরকারি কলেজ ছাত্রছাত্রী ঐক্য পরিষদের আহব্বায়ক এর নিকট জানতে চাইলে তিনি বলেন, কলেজ ক্যাম্পাসে বাইকারদের এমন অশোভনীয় মনোভাবের তীব্র প্রতিবাদ জানাই, এরই সাথে কলেজ প্রশাসনকে কঠর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাই। এ বিষয়ে জানতে চাইলে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া আমাদের জানান, “কলেজ ক্যাম্পাসে মটর সাইকেল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। যারা করছে বা করতেছে কলেজ প্রশাসন অবশ্যই কঠিন পদক্ষেপ নিবে।

ফেসবুকে লাইক দিন