মনপুরা হাজির হাট ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা -আল মামুন নাহিদ।।
দিদার হোসেনঃ-
ভোলার মনপুরা উপজেলার ফৈজুদ্দিন ফকির হাট এলাকার ঐতিহ্যবাহী মাষ্টার পরিবারের পক্ষ থেকে 2 নং হাজির হাট ইউনিয়ন বাসিকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ফকির হাট মাষ্টার পরিবারের কৃতিসন্তান আল মামুন নাহিদ।। তিনি একাধারে সমাজ বিনির্মাণে কাজ করে এলাকায় অতি পরিচিতি অর্জন করেছেন।। সমাজের দুঃখ-দুরস্ত মানুষের পাশে দাড়িয়ে নানামুখী কর্মকাণ্ডে তিনি অতি পরিচিতি লাভ করেছেন।। আল মামুন নাহিদ 1997 সালে হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।। 1999 সালে এইচএসসি এবং 2002 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং 2004 জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।। বর্তমানে তিনি মাষ্টার পরিবারের প্রধান পৃষ্ঠপোষকের দ্বায়িত্বে নিয়োজিত রয়েছেন।। পিতার মাষ্টার মৃত মাষ্টার নেজামুল হক মাতাঃ ছকিনা খাতুনের কোলজুরে 1985 সালে তিনি তার নিজবাড়ীতে জন্ম গ্রহন করেন।। তার চাচা মাষ্টার বশির আহাম্মেদ একজন প্রিয় সমাজসেবী ইউপি মেম্বার ছিলেন।। অন্য দুই চাচা মাষ্টার ছালেউদ্দিন আহাম্মেদ ও মাও.মজিরউদ্দিন আহাম্মেদ শিক্ষা বিস্তারে সু-নামের সহিত শিক্ষকতা করেন। বর্তমানে তিনি ব্যাংক কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন। তিনি ছাত্রজীবন থেকে সাধারণ ছাত্রদের নৈতিকদাবী আদায়ে ছাত্র রাজনীতি সংক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেন ।।