ভোলায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে -এনসিটিএফ
ভোলার খবর ডেস্ক :
দ্বীপজেলা ভোলার তজুমদ্দিন উপজেলায় অসহায় দরিদ্র শিশুদের ঈদ উপহার বিতরণ করলো এনসিটিএফ,ভোলা জেলার সদস্য কাজী এহসানুল হক জিহাদ।
আজ সোমবার ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ),ভোলা জেলার সদস্য, শিশু সংগঠক মোঃ কাজী এহসানুল হক জিহাদ।
কাজী এহসানুল হক জিহাদ জানান, তিনি তার সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ানোর জন্য চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও ও এরকম করে যাবেন। তিনি আরও জানান জাতীয় পর্যায়ের শিশু সংগঠন এনসিটিএফ, ভোলা জেলার সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সার্বিক সহযোগিতায় তিনি এই উদ্যোগ নিয়েছেন।
জিহাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এনসিটিএফ, ভোলা জেলার সভাপতি মোঃ শাফায়াত হোসেন সিয়াম বলেন, আমরা এনসিটিএফ পরিবার সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আছি। তিনি আরও বলেন,এনসিটিএফ ভোলা জেলার সদস্য এহসানুল হক জিহাদ এই উদ্যোগ গ্রহণ করায় আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম ভালো কাজে আমরা সবসময় পাশে থাকবো