পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপারের ঈদ উপহার
ভোলার খবর ডেস্ক :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত সকল পুলিশ সদস্য, মিনিস্ট্রিয়াল স্টাফ ও সকল আউট সোর্সিং এর সদস্যদের নগদ অর্থের খাম ও ঈদ উপহার প্রদান করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
গত ২৮ এপ্রিল ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে এই নগদ অর্থের খাম ও ঈদ উপহার প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আছাদুজ্জামান, পিআরও, পুলিশ অফিস,অফিসার ইনচার্জ, অপরাধ শাখা সহ পুলিশ অফিসে কর্মরত সকল পুলিশ সদস্য, মিনিস্ট্রিয়াল স্টাফ ও আউট সোর্সিং এর সদস্যগণ উপস্থিত ছিলেন।