আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৪ ইং, ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসবে মাতল -এনসিটিএফ

 

 

 

বিশেষ প্রতিনিধি:

দ্বীপজেলা ভোলায় ইয়েস বাংলাদেশের সার্বিক সহযোগিতায় নদী পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব আয়োজন করলো শিশু সংগঠন এনসিটিএফ। আজ শনিবার এনসিটিএফ, ভোলা জেলার সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সভাপতিত্বে ভোলার তুলাতুলি নদীর পাড় এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে এনসিটিএফ সদস্যরা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের রঙে রাঙাতে এই উদ্যোগ নিয়েছে এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশ। এসময় শিশুরা উক্ত মেহেদী উৎসবে অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করে।মেহেদী উৎসবে অংশগ্রহণকারী সুবিধাবঞ্চিত শিশুরা বলেন, মেহেদী দিয়ে হাত রাঙাতে পেরে তাদের অনেক ভালো লাগছে। এসময় উক্ত প্রোগ্রামে অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করে বলে জানান আয়োজকরা।এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ, ভোলা জেলার সভাপতি ও শিশু সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম), সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদ ইমন তালুকদার, সাংগঠনিক সম্পাদক রাশিদ আবিদ ইফতি, চাইল্ড পার্লামেন্ট সদস্য তাসনিম আজিজ রিমি, শাহরিয়ার জিহান, শিশু সাংবাদিক তাসকিনা মেহজাবিন অধরা, ইসরাফিল মহিম এবং মোঃ ওমায়ের হোসেন অভি সহ আরো অনেকে।এনসিটিএফ, ভোলা জেলার সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, আমরা এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশ মুলত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উদ্যোগ গ্রহণ করেছি, আমরা চাই সমাজের সুবিধাবঞ্চিত বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে। এবং এই শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে এনসিটিএফ এবং ইয়েস বাংলাদেশের সদস্যরা আনন্দিত।

ফেসবুকে লাইক দিন