ভোলায় ‘স্বপ্নচূড়া টাচ্ অফ লাইফ, জেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ
মাহফুজুর রহমান (শিক্ষানবিশ)
পবিত্র রমজান মাস উপলক্ষে ‘স্বপ্নচূড়া টাচ্ অফ লাইফ, সামাজিক সংগঠন ভোলা জেলা শাখার উদ্যোগে দুস্ত, অসহায় ও এতিমদের মধ্যে ইফতার বিতরণ কর্যক্রম পালন করা হয়েছে। সোমবার (১৮ই এপ্রিল) বিকাল ৪টায় ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিক ইফতার বিতরণ কর্মসচূচির উদ্ভোদন করেন ‘স্বপ্নচূড়া টাচ্ অফ লাইফ ‘সামাজিক সংগঠনের সভাপতি মুনিরা লিজা।
সংগঠনের সহ-সভাপতি মাহফুজুর রহমান ভোলার খবর ‘কে জানান, সংগঠনের সামর্থ অনুযায়ী আমরা দিনব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি। এতে নিম্ন আয়ের মানুষ সহ হতদরিদ্রদের আমরা ইফতার দিয়েছি , পবিত্র রামজানে রোজা রেখে আমাদের কাছথেকে ইফতার পেয়ে তারা খুশি হয়। ইফতার পাওয়া একজন হতদরিদ্র বলেন, এরকম ফ্রিতে আমরা ইফতার পেয়ে অনেক খুশি হয়েছি। এরকম কার্যক্রমকে সাধুবাদ জানায়।
‘স্বপ্নচূড়া টাচ্ অফ লাইফ, সামাজিক সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণত সম্পাদক গোলাম রফিক, সহ সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মান্না ও মো: হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজিব হাওলাদার, কোষাধ্যক্ষ সামিয়া আফরিন লিয়ানা, খালেদ মাহমুদ প্রমূখ।