আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং, ৯ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

চরফ্যাসন দুলারহাটে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক -১

 

 

ভোলা খবর ডেস্ক :

ভোলার চরফ্যাসন দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের ৯ নং ওয়ার্ড এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একই এলাকার মোঃ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ২৭ (মার্চ) রাত ৯ টায় ফরিদাবাদ গ্রাম থেকে হোসেনকে গ্রেফতার করা হয়।
হোসেন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের আঃ কাদের এর ছেলে।
জানাগেছে, প্রতিবন্ধী গৃহবধূ রবিবার সন্ধা ৮ টার সময় প্রতিদিনের ন্যায় স্বামীর ঘরে গুমাতে গেলে ধর্ষক হোসেন ঘরে ঢুকে প্রতিবন্ধী গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তখন প্রতিবন্ধী ওই গৃহবধূর ঝাপটা ঘাপটির শব্দ পেয়ে শাশুড়ী পাশের ঘর থেকে এসে আপত্তিকর অবস্থায় তাদেরকে দেখতে পায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ওই দিনই গৃহবধূর স্বামী থানায় মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
দুলারহাট থানার সেকেন্ড অফিসার এস আই শাহ আলম হাওলাদার জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মোঃ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবন্ধী গৃহবধূর স্বামী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

ফেসবুকে লাইক দিন