ভোলায় অসহায় মানুষের পাশে স্বেচ্ছাসেবকলীগ নেতা আকতার হোসেন
ভোলার খবর ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সম্পাদক একেএম আফজালুর রহমান’ এর নির্দেশে পবিত্র রমজান মাস উপলক্ষে ভোলায় ছিন্নমূল, অসহায় তিন শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আকতার হোসেন। মঙ্গলবার (৫ই এপ্রিল) দুপুরে জেলা সদর ভাষানী মঞ্চ, বাংলাস্কুল মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক অসহায় পরিবারের মাঝে খেজুর, চিড়া, ছোলা, আলু, চিনি, পেঁয়াজ, তৈলসহ তিন শতাদিক প্যাকেট তুলে দেওয়া হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহম্মেদ মাষ্টার, জাহাঙ্গীর আলম মাষ্টার, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি এ্যাড. জাহাঙ্গীর, সম্পাদক অসিম সাহা, সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম রনি, যুবলীগ নেতা তুহিন মোল্লা, জেলা ছাত্রলীগ সহ সভাপতি মেহেরাব মোল্লা, রাশেদুজ্জামান হ্যাভেন সহ সেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।