আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় মন্দিরের চুরি হওয়া মূর্তি উদ্ধার, গ্রেফতার-৩

 

 

ভোলা পৌর ১ নং ওয়ার্ডে প্রায়শত বছরের পুরনো শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরি হওয়া পিতলের ৬ টি রাধা কৃষ্ণেরজীব বিগ্রহ, ৬ টি গোপাল বিগ্রহ, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সাথে চুরির ঘটনায় জরিত ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে ভোলা থানায় প্রেস ব্রিফিং এ পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস ব্রিফিং এ ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, গত ২১ মার্চ দিবাগত রাতে ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরি হয়। এ ঘটনায় মুন্দিরের সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে একটি মামলা করে। চুরির ৬ দিন পর পুলিশ অভিযান চালিয়ে (২৬ মার্চ) ভোলা ডোমপট্টি এলাকা থেকে চুরির ঘটনার সাথে জড়িত যুবক মো: সুমন (২৮), মো: নয়ন (২১), নুর আলম (২০) কে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তিমতে মাটির নিচে ও সেপটিক ট্যাংকির ভিতর থেকে ছোট বড় বিভিন্ন সাইজের ১০টি পিতলের মুর্তি, ২ ভরি স্বর্ণালঙ্কার, পিতলের মূল্যবান জিনিসপত্র, নগদ ১১ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পরে তাদের আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়। স্বল্প সময়ের মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

ফেসবুকে লাইক দিন