আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বঙ্গবন্ধুর জন্মদিনে মনপুরা ছাত্রলীগের আনন্দ মিছিলের নিউজ করায় সংবাদকর্মীকে হুমকি !!

দিদার হোসেন, স্টাফ রিপোর্টার!!

ভোলা জেলার মনপুরা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষ্যে মনপুরা সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিলের নিউজ করায়, ভোলার সংবাদকর্মী ও ভোলার খবর স্টাফ রিপোর্টার মেশকাত আহামেদকে ভয়-ভীতি হুমকি প্রদর্শন করা হয়। কল রেকর্ড সূত্রে দেখা যায় (01787729127), আনন্দ মিছিলের ছাত্রলীগের নিউজটি ভোলার খবরসহ অন্যান্য কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায়, সেখানে তার ( হুমকি দাতা) নাম লিখা হয়নি কেন??? বিষয়টিতে প্রতি ক্ষোভ জানিয়ে সংবাদকর্মী মিশকাত আহাম্মেদ নানাভাবে অসদ আচরণ ও হুমকি-ধমকি ভয়-ভীতি প্রদর্শন করেন।।

সংবাদকর্মী মিশকাত আহমেদ জানান, আনুমানিক আজ 11 টার সময় একটি অপরিচিত নাম্বার থেকে আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন, আমি কেন ছাত্রলীগের মিছিল আনন্দ মিছিলের নিউজটি করলাম।। উত্তরে আমি বললাম, আমি এই নিউজ করি নাই, এই নিউজ মনপুরা প্রতিনিধি করেছেন, এরপরে আমি তার নাম জানতে চাইলে, তিনি আমাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।। অতঃপর যারা কল রেকর্ড আমি ধারণ করে রেখেছি।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আনন্দ মিছিলের নিউজ করার বিরুদ্ধে হুমকি প্রদর্শনকারীর মুঠোফোনে (01787729127) রিং করলে,তিনি সাংবাদিকদের জানান, তার নাম রাকিব। হুমকির বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন মনপুরা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুমন ফরাজী আমার ভাই, আমি তাকে কোনো হুমকি দেই নাই শুধু নিউজ ডিলিট করতে বলছি,কল রেকর্ডিং হুমকি ও অসদাচরণ করার তথ্য প্রমাণের রয়েছে বিষয়টি জানালে, হুমকিদাতা রাকিব লাইন কেটে দেয়।।

বিষয়টি নিয়ে মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী নিকট জানতে চাইলে, তিনি জানান ছাত্রলীগ একটি গৌরবময় ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে যারা এ ধরনের কর্মকাণ্ড করবে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।। বিষয়টি নিয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ নিকট জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। হুমকি-ধামকি ও অসদাচরণের বিষয়টি নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাসিব মাহমুদ এর নিকট জানতে চাইলে, তিনি জানান ছাত্রলীগের কোন পদ প্রত্যাশী কর্মী হুমকি-ধামকি দিতে পারেনা, যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।।

এদিকে উক্ত ঘটনাটিকে কেন্দ্র করে, ভোলার তরুণ সাংবাদিকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছেন এবং ভোলা তরুণ সংবাদকর্মী ফেডারেশনের আহবায়ক জাবেদ মাহমুদ ফিরোজ জানিয়েছেন, অচিরেই অপরাধীকে শনাক্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয় সংসদ সদস্য জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাই কে লিখিতভাবে অভিযোগ করা হবে।।

উল্ল্যখ,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে মনপুরা সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে কলেজ ছাত্রলীগ নেতা সাগর ফরাজীর নেতৃত্বে শতাধিক নেতা কর্মি নিয়ে মিছিলটি উপজেলা রোড সংলগ্ন থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন। পরে তারা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন। এ সময় কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আরাফাত করিম, হাসিবুল হক মাহি, মো. সজীব, আল আমিন, সজীব মোল্লা প্রমূখ।।

ফেসবুকে লাইক দিন