রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগ মিস করবেন রামোস
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ও বিশ্বের অন্যতম সেরা সেন্টারব্যাক সার্জিও রামোসকে গত সামারে ফ্রিতে দলে টেনেছিল পিএসজি। রামোসের মত অভিজ্ঞ ও অন্যতম সেরা তারকাকে নিজেদের দলে নিয়েছিল চ্যাম্পিয়নস লিগের বড় আসরে ভালো করার জন্যই। রামোস শুরু থেকেই ইনজুরির সমস্যায় ভুগছিলেন। আর সেই ইনজুরির কারণে তাকে মৌসুমের শুরুতে পাওয়া যাবে না এটা জেনেই তাকে দলে টেনেছিল পিএসজি। কিন্তু সেই ইনজুরির মাত্রাটা যে এতটা দীর্ঘ হবে সেটা মনে হয় কল্পনাও করেনি ফ্রান্সের ক্লাবটি। এই ইনজুরির কারণেই এখন চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচটিও মিস করার পথে এই তারকা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে সার্জিও রামোস থেকেও যেন নেই। সম্ভাবনা তৈরি হয়েছিল রিয়ালের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি খেলার। কেননা ওই ম্যাচের আগে নিজের স্বরুপে ফিরেছিলেন ইনজুরি কাটিয়ে। কিন্তু ম্যাচের ঠিক পূর্বেই আবার ইনজুরিতে পরেন এবং সেই ইনজুরির কারণে প্রথম লেগের ম্যাচটি মিস করেন। এবার শোনা যাচ্ছে সেই ইনজুরির কারণেই দ্বিতীয় লেগের ম্যাচটিও মিস করতে যাচ্ছেন তিনি। তবে শুধু যে দ্বিতীয় লেগের ম্যাচ রামোস মিস করবেন সেটা কিন্তু নয়, অনেকেই মনে করছেন রামোসের এই মৌসুমটাই শেষ। হয়তো এই মৌসুমেই আর তাকে নাও দেখা যেতে পারে।