ফের উত্তাল মনপুরা, জাতীয় গ্রীডের বিদ্যুৎ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মনপুরা প্রতিনিধিঃ-
ভোলার মনপুরায় আবারও ব্যানার নিয়ে ন্যায্যমূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে মনপুরা জাতীয় গ্রিডের বিদ্যুৎ চাই নাগরিক কমিটি। শনিবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৩০ মিনিটে মনপুরা ভূঁইয়ার হাট বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মনপুরা জাতীয় গ্রীডে বিদ্যুৎ চাই নাগরিক কমিটির সভাপতি, মো. রিয়াদ ও সাধারণ সম্পাদক, সামাদ মাতাব্বর, মো. নায়িম , আরাফাত করিম সহ আরও অনেকে । বক্তারা বলেন, সোলার গ্রীড গ্রাহকের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নিচ্ছে ৩০ টাকা, যা এখানকার মানুষের জন্য কষ্টসাধ্য, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করছেন।