শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষার্থীদের অনলাইন বৈঠকে সমাধান আসেনি
শিক্ষামন্ত্রী দীপু মনির সাথে অনলাইনে বৈঠক করেছেন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবন থেকে মন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন তারা। তবে এতেও চলমান সংকট নিয়ে কোনো সমাধান আসেনি। বৈঠকে আন্দোলনকারীরা উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি জানালেও এ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তাদের দাবির কথা লিখিতভাবে জমা দেয়ার পরামর্শ দেন মন্ত্রী। একইসাথে তিনি অনশনরতদের অনশন ভাঙার অনুরোধ জানান।
তবে, অনশনের ব্যাপারে বাকি সবার সাথে আলোচনা করে আন্দোলনকারীরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে।
বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।বৈঠক সূত্র জানায়, শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের দাবির কথা লিখিতভাবে জমা দেয়ার পরামর্শ দেন। দাবি পাওয়ার পর তিনি এ নিয়ে পরবর্তী উদ্যোগ গ্রহণ করবেন। একই সঙ্গে মন্ত্রী শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ জানান। আজ রোববার পুনরায় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটির বৈঠকে বসার কথা রয়েছে। আলোচনার মাধ্যমেই তারা উদ্ভূত পরিস্থিতির সমাধান করবেন বলে আশাবাদ জানিয়েছেন।বৈঠক সূত্র আরো জানায়, শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি মন্ত্রীকে জানিয়েছেন, তাঁরা অন্য আন্দোলনকারীদের সঙ্গে আলাপ করে রোববার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীকে অবহিত করবেন।শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত হয় ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী।১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রলীগ ছাত্রীদের আন্দোলনে হামলা চালায়। পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন।তখন শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।ওই হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থী এবং বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক সংগঠন।