আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

তৈমূর কাকার সঙ্গে কথা বলে কাজ করব: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হ্যাটট্রিক জয়ের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বললেন, নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করব। এছাড়া তৈমূর কাকা যে কাজগুলোর কথা বলেছেন, তার সঙ্গে কথা বলে সেগুলোও (বাস্তবায়ন) করার চেষ্টা করব।জীবনের শেষ দিনটি পর্যন্ত নারায়ণগঞ্জবাসীর জন্য নিজেকে উৎসর্গ করার ঘোষণা দিয়ে আইভী বলেন, আগামী পাঁচ বছর দল-মতের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করব।রোববার রাতে নির্বাচনে জয়ের পর নগরীর দেওভোগের নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আবারও তাকে জনসেবার সুযোগ দেওয়ায় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই জয় মুক্তিযোদ্ধাদের জন্য। এই জয়ে আবারও প্রমাণ হলো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। আইভী বলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নেত্রীর প্রতি, যিনি আমার হাতে নৌকা তুলে দিয়েছেন; আমার দলের প্রতি, যারা আস্থা নিয়ে আমার সঙ্গে কাজ করছেন। জনসাধারণ, আমার ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা। যারা নিজের জীবন বাজি রেখে আমার জন্য কাজ করেছেন, তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যতদিন বেঁচে আছি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করে যেতে চাই, জয় বাংলা বলতে চাই।জনগণের আস্থা অর্জনে কখনো মিথ্যা বলেননি দাবি করে আইভী বলেন, অযথা আশ্বাসও দেইনি। যেটা পেরেছি, সেটা বলেছি। সবচেয়ে বড় কথা মানুষকে ভালোবেসেছি। আমার দল আমার প্রতি আস্থা রেখেছে। নেত্রী আমাকে নৌকা দিয়েছেন। নারায়নগঞ্জবাসীও তাকে বিমুখ করেনি।

ফেসবুকে লাইক দিন