আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

শিরোপা নিয়ে বরিশালবাসীর সাথে দেখা করতে চান সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে সাকিব আল হাসান খেলবেন ফরচুন বরিশালের হয়ে। প্রথমবারের মত বরিশালের প্রতিনিধিত্ব করতে যাওয়া এই সুপারস্টার বরিশালবাসীকে উপহার দিতে চান বিপিএলের শিরোপা। বিপিএলে কখনও শিরোপা জেতা হয়নি বরিশালের। সাকিবের অবশ্য দুইবার শিরোপা জয়ের নজির আছে। সাকিবের চাওয়া, বিপিএল শিরোপা জিতেই একেবারে দেখা করতে যাবেন সমর্থকদের সাথে। আপাতত করোনা মহামারীর কারণে বরিশাল যাওয়া হয়নি তার।সাকিব বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ফরচুন বরিশালের হয়ে এবার খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। চেষ্টা থাকবে আমরা যেন বরিশালবাসীকে এবারের শিরোপাটা দিতে পারি।’বরিশালের সমর্থকদের সাথে বরিশালে গিয়ে দেখা করার কথা ছিল সাকিবের। মহামারীর কারণে তা না পারায় দুঃখপ্রকাশ করেছেন সাকিব।তবে তিনি বলেন, ‘কোভিড বেড়ে যাচ্ছে, এটা সবার জন্যই ঝুঁকিপূর্ণ। এ কারণেই আসলে যাওয়া হয়নি। এটা না হলে অবশ্যই যেতাম। যেতে পারলে ভালো লাগত। আমি খুব রোমাঞ্চিত হয়ে ছিলাম, যে গেলে সবার সাথে দেখা হতো। আমরা আশা করব, আপনারা দূর থেকে আমাদের সমর্থন করবেন আর আমরা শিরোপা নিয়ে আপনাদের সাথে দেখা করব।’অভিজ্ঞ ও তরুণদের নিয়ে বরিশাল বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে। সাকিব নিজেও দল নিয়ে প্রকাশ করলেন সন্তুষ্টি। তিনি বলেন, ‘আমি দল নিয়ে খুবই খুশি। আমার কাছে মনে হয়, আমাদের ভারসাম্যপূর্ণ একটি দল আছে। সব দলই আসলে ভালো। আমাদের আসলে মাঠে পারফর্ম করতে হবে।’

ফেসবুকে লাইক দিন