শেষ কার্য দিবসের পর পদত্যাগ করলেন মেয়র আইভী
নারায়ণগঞ্জ থেকে : শেষ কার্য দিবসের পর পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার দিনভর নানা দাপ্তরিক কাজ, সভা শেষে সন্ধ্যার পর আনুষ্ঠানিক পদত্যাগ করে নগর ভবন থেকে বেরিয়ে যান তিনি। তার পিএস আবুল হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক সভায় মেয়র আইভী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আগামী বুধবার (১৫ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেব। আগের মতোই আগামী দুই মাস আপনারা আপনাদের দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন বলে আমি আশা করছি।আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হবে। এবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। ২০১৬ ও ২০১১ সিটি মেয়র হন তিনি। এদিকে বিদায় বেলায় আইভীকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।