ভোলা সদর উপজেলার ইউপি নির্বাচনে নৌকা ০৯ স্বতন্ত্র ০৩ বিজয়ী
স্বঃস্তুফুর্তভাবে,কোনো ধরনের সহিংস ঘটনা ছাড়াই, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ৫ম ধাপে অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার ১২ ইউনিয়নের ৯টিতে নৌকা মার্কার প্রার্থী ও বাকি ৩ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) ৫ম ধাপে ভোলা জেলার সদর মডেল থানাধীন রাজাপুরে স্বতন্ত্র , পুর্ব ইলিশা স্বতন্ত্র পশ্চিম ইলিশা নৌকা, বাপ্তা নৌকা ,ধনিয়া নৌকা, শিবপুর নৌকা, আলীনগর নৌকা, চরসামাইয়া নৌকা, ভেলুমিয়া নৌকা, ভেদুরিয়া স্বতন্ত্র,উত্তর দিঘলদী ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছে।
এদিকে,সকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক ভোলা ও জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
এ সময় ভোলার পুলিশ সুপার ভোটারদের ভোট কেন্দ্রে আসা-যাওয়া সহ ভোট প্রদানে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা সে বিষয়ে ভোটারদের সাথে কথা বলেন। তিনি ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের পরামর্শ দিয়ে বলেন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে।
তিনি আরো বলেন,ভোলা জেলা পুলিশ ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন সহ কেন্দ্র ভিত্তিক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিলেন,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ আব্বাস উদ্দিন, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মহরম, ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব শংকর কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার ভোলা সদর, ভোলা সদর থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার, ডিআইও-১ জেলা বিশেষ শাখা ভোলা সহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
- এদিকে,ভোটাররা জনান,
সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে পেরেছি।আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পেরেছি,আমরা খুশি। ভোটকেন্দ্রেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপড়তা সত্যিই প্রশংসনীয়,তারা ছিলেন নিরপেক্ষ।