আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলার দৌলতখানে সন্তান জন্মের এক ঘন্টা পরে পরীক্ষা দিলেন মা

ভোলার দৌলতখান উপজেলায় পরীক্ষার এক ঘণ্টা আগে ফুটফুটে সন্তান জন্ম দিয়ে পরীক্ষা দিলেন সাদিয়া আক্তার নামের এক এইচএসসি পরীক্ষার্থী। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তিনি পরীক্ষায় অংশ নেন। সাদিয়া আক্তার উপজেলার আলী আশরাফ কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।জানা গেছে, সাদিয়া আক্তার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিন কাজির মেয়ে। এসএসসি পরীক্ষায় পাস করার পর উপজেলার একই গ্রামের মেহেদি হাসান নামের এক ব্যক্তির সঙ্গে সাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে থেকেই সাদিয়া পড়াশোনা করতেন। এইচএসসি পরীক্ষা ও শারীরিক অসুস্থতার কারণে সাদিয়া তাঁর বাবার বাড়িতে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। মঙ্গলবার সকালের দিকে হঠাৎ করে সাদিয়ার প্র’সব য’ন্ত্রণা শুরু হয়। পরে সেখানেই স্বাভাবিকভাবে সাদিয়া ছেলেসন্তানের মা হন। পরে সকাল ৯টার দিকে সাদিয়ার মা তাঁকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে আসেন।দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব গোবিন্দ প্রসাদ সরকার বলেন, ‘পরীক্ষা চলাকালে আমি মেয়েটির খোঁজ নিয়েছি। সে খুব সাহসের সঙ্গে পরীক্ষা দিয়েছে।’

ফেসবুকে লাইক দিন