ভোলায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে পথ চলছি আমরা বৈশাখী টেলিভিশন পরিবার,ভয়কে জয় করে আমরা ১৭ বছরে। যেতে হবে আরও বহুদূর”প্রতিপাদ্যে কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভোলায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর ১৭ বছর উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ই ডিসেম্বর) বৈশাখী টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি হোসাইন সাদী’র উদ্যোগে ভোলা প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী,ভোলার পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো ইউনুস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শতকাত হোসেন, প্রবীন সাংবাদিক মো আবু তাহের, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ষ্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ, একুশে টেলিভিশনের প্রতিনিধি মেসবাগ শিপু, দৈনিক জাগো বাঙালীর সম্পাদক হোসাইন রুবেল, দৈনিক সমকন্ঠ সম্পাদক আল আমিন শাহরিয়ার, এটিএন বাংলা প্রতিনিধি এম ছিদ্দিকউল্লাহ, দৈনিক যুগান্তর ষ্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিন, আনন্দ টিভির ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল, ভোলার বানীর স্টাফ রিপোর্টার জামিল হোসেন, এডভোকেট মনিরুল ইসলাম, দৈনিক আলোকিত পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও বিডিসিএন ২৪ এর ভোলা জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম হৃদয়,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলম,ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি হাসিব মাহমুদ হিমেল প্রমুখ।