চতুর্থ ধাপে ৮৩৮ ইউপিতে চলছে ভোট
অনলাইন ডেস্ক :
চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে। ভোটগ্রহণ চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।এরই মধ্যে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সামগ্রী। শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় এসব নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। তবে ব্যালট পেপার পৌঁছানোর কথা আজ সকালে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। ১ কোটি ৬২ লাখ ভোটারের এসব ইউপির মধ্যে ৭৯৮টিতে ব্যালট পেপারে এবং ৩৮টিতে ইভিএমে ভোট হচ্ছে। গত তিন ধাপে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে সংঘাত-সহিংশতায় অর্ধশতাধিক লোকের প্রাণহানির তথ্য গণমাধ্যমে এসেছে। এবারও ভোটের আগে বেশ কিছু এলাকায় গোলযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় গোলযোগ আর শঙ্কার মধ্যেই চতুর্থ ধাপের নির্বাচনের সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯৫ জন। এরমধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত সদস্য ১১২ জন ও সাধারণ সদস্যা ১৩৫ জন।এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন ৪৩ হাজার ৪৩৩ জন প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান ৩৮১৪ জন, সংরক্ষিত সদস্য ৯৫১৩ জন ও সাধারণ সদস্য ৩০১০৬ জন। মোট ভোটকেন্দ্র ৮ হাজার ২৯৪টি এবং ভোটকক্ষ ৪৫ হাজার ১৪৫টি। এবারের ধাপে ৭৯৮ ইউপিতে ব্যালট পেপারে এবং ৩৮টিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। বেশ কিছু এলাকায় সহিংসতা ও অভিযোগের মধ্যেই হচ্ছে ভোট। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠেছে। এ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ অন্তত একডজন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউপি নির্বাচনের প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ভোট হয়। চতুর্থ ধাপের রোববার ৮৩৬ ইউপিতে ভোট চলছে। এবার পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি এবং ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে। এর আগে তিন ধাপে মোট ২ হাজার ২টি ইউপিতে ভোটের আগে–পরে ও ভোটের দিন বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা হয়েছে। নির্বাচন নিয়ে সহিংসতায় সারা দেশে এ পর্যন্ত ৬৭ জনের প্রাণহানি হয়েছে।সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দ্বিতীয় ধাপে। ওই ধাপের নির্বাচনকে ঘিরে ৩০ জন নিহত হন। দ্বিতীয় ধাপে ভোটের দিন সংঘাতে জড়িয়ে ৬ জন এবং তৃতীয় ধাপে ৭ জন নিহত হন।এবার ছয় ধাপে দেশে চার হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হচ্ছে। এ পর্যন্ত পাঁচ ধাপের ভোটে ৩৪৮ জন চেয়ারম্যান বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন।