ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো বিশ্ব
ভোলার খবর ডেস্ক :
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে। ভাইরাসটির সংক্রমণে বিশ্বে এটিই প্রথম মৃত্যু।
সোমবার এ মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, দুঃখের সঙ্গেই জানাচ্ছি, ওমিক্রনে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।
এর আগে, ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়।