বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন
ভোলার খবর ডেস্ক :
বরিশাল বিভাগের মধ্য শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করলেন ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন। তিনি সদর থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, একাধিক চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার এবং মূল রহস্য উদঘাটন, জনবান্ধব পুলিশিং সেবার মান বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রাখায় নভেম্বর/২০২১ মাসের অপরাধ সভায় বরিশাল রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।মাননীয় রেঞ্জ ডিআইজি জনাব এস.এম আক্তারুজ্জামান মহোদয় ইং-০৭/১২/২০২১ তারিখ মাসিক অপরাধ সভায় ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (সেবা) মহোদয় সহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। ওসি এনায়েত হোসেন জানায়,আমি শ্রেষ্ঠ ওসি ভূষিত হওয়ার পেছনে আমাদের এসপি জনাব সাইফুল ইসলামের অনেক দিক নির্দেশনা ও কৃতিত্ব রয়েছে।আমি আগামী দিনগুলোতে যেন ভোলাকে মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত করতে পারি সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।